প্রকাশিত: Mon, Dec 26, 2022 3:36 PM
আপডেট: Wed, Jul 2, 2025 3:59 AM

উইনিং টিম কেউ ভাঙতে চায় না

শামীম আহমেদ

আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে এতো লাফালাফির কিছু নাই ভাই। উইনিং টিম কেউ ভাঙতে চায় না। ক্রিকেটে দেখেন, আমরা এমনকি লুজিং টিমও ভাঙতেছি না, শান্ত আছে, কেন আছে সে নিজেও জানে না, তাও আছে। সেখানে আওয়ামী লীগ এতো ভালো করার পরও দলে বড় পরিবর্তন আনার কোনো কারণ তো ছিলো না। বরঙ সভাপতিমন্ডলী থেকে যে তিনজনকে বাদ দিছেÑ আবদুল মান্নান খান, নুরুল ইসলাম নাহিদ এবং শ্রী রমেশ চন্দ্র সেন, সেটা আমি খুবই ইতিবাচক মনে করি। সাথে সাথে একটা শূন্যস্থানে মোস্তফা জালাল মহিউদ্দিনকে অন্তর্ভুক্ত করাও ইতিবাচক। হ্যাঁ, এটা ঠিক যে বিএনপি-জামায়াত হতাশ হইছে। হতাশ হইছে সমাজবিজ্ঞানী ভাব নেওয়া শুদ্ধ ভাষায় স্ট্যাটাস দেওয়া সুশীল সমাজ।

যারা চশমা আর কুর্তার আড়ালে বিএনপি-জামায়াতের তাবেদার। তারা চায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে সরানো হোক। তাতে যদি সরকার পতনের একটা সুযোগ হয়, যদি বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনা যায়। আপনাদের মনের ইচ্ছা, অভিলাস আমি টের পাই আর নেত্রী পান না? গণতন্ত্র, মানবাধিকার, শুদ্ধ ভাষার স্ট্যাটাস দিয়ে তো আর সবাইরে বোকা বানানো যায় না। তফাতে যান। চমৎকার, স্থিতিশীল নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানাই। জয় বাংলা। লেখক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ